হযরত মুহাম্মদ সাঃ এর ১২ জন স্ত্রী কে ছিলেন?

jamilatun bd
0

 হযরত মুহাম্মদ সাঃ এর ১২ জন স্ত্রী কে ছিলেন?

হযরত মুহাম্মদ সাঃ এর ১২ জন স্ত্রী কে ছিলেন?
হযরত মুহাম্মদ সাঃ এর ১২ জন স্ত্রী কে ছিলেন?


হযরত মুহাম্মদ (সাঃ) ২৫ বছর বয়সে খাদিজা বিনতে খুওয়াইলিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সে সময় খাদিজার বয়স ছিলো ৪০ বছর। খাদিজাতুল কোবরা ছিলেন রাসূল (সা:) এর প্রথম স্ত্রী। তার সাথে ২৫ বছর সংসার করেছিলেন। খাদিজাকে বিয়ের পনের বছর পর নবুয়ত লাভ করেন। খাদিজা ছিলেন রাসূল (সা:) এর সাথী এবং দ্বীন প্রচারের কাজে ব্যয় করে দেখিয়ে ছিলেন উজ্জল মহিমা। 


নবুওয়াতের সূচনা থেকে খাদিজা ছিলেন রাসূলের পরিপোষক।

রাসূল (সা:) যে সকল নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদেরকে উম্মা হাতুল মু’মিনীন অর্থাৎ মুসলমানদের মাতা হিসেবে অভিহিত করা হয়। কোরআনে এসেছে -

“নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তার স্ত্রীগণ তাদের মাতা”

( সূরা : আহযাব-০৬)


খাদিজার মৃত্যুর পর নবী আরও ১০ জন (মতান্তরে ১২ জন) স্ত্রী গ্রহণ করেন। স্ত্রীদের মধ্যে আয়েশাই ছিলেন কুমারী। বাকী সব স্ত্রী ছিলেন বিধবা। রাসূলের জীবনকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়- মাক্কী জীবন,মাদানী জীবন। মাক্কী জীবনে ২ জনকে বিয়ে করেন। আর বাকী সবগুলো বিয়ে ছিলো মাদানী জীবনে। রাসূল (সা:) এর বৈবাহিক জীবনে তালাক ছিলো না। 


হযরত মুহাম্মদ সাঃ এর নাম-

১. খাদিজা বিনতে খুওয়াইলিদ,

২. সাওদা বিনতে জামআ,

৩. আয়েশা বিনতে আবু বকর,

৪. হাফসা বিনতে উমর,

৫. জয়নব বিনতে খুযায়মা,

৬. উম্মে সালমা হিন্দ বিনতে আবি উমাইয়া,

৭. রায়হানা বিনতে জায়েদ,

৮. জয়নব বিনতে জাহশ,

৯. জুওয়াইরিয়া বিনতে আল হারিস,

১০. রামহাল ( উম্মে হাবীবা) বিনতে আবু সুফিয়ান,

১১. সাফিয়া বিনতে হুইয়াই,

১২. মাইমুনা বিনতে আল হারিস,

১৩. মারিয়া আল কিবতিয়া।

Post a Comment

0Comments

Post a Comment (0)