৮টি জান্নাতের নাম কি কি ?

jamilatun bd
0

 ৮টি জান্নাতের নাম কি কি ?

৮টি জান্নাতের নাম কি কি
৮টি জান্নাতের নাম কি কি 


৮টি জান্নাতের নাম কি কি, জান্নাত জীবনে যে সকল মুসলিম আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে ও আল্লাহর সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহ যে সকল আবাসস্থল প্রস্তুত রেখেছেন।


'জান্নাত' একটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ বাগান, উদ্যান, আবৃৃত স্থান। ফার্সি ভাষায় একে বলা হয় বেহেশত। বাংলায় একে বলা হয় স্বর্গ।


 ইসলামি পরিভাষায়, আখিরাতে ঈমানদার ও নেককার বান্দাদের জন্য যে চির-শান্তির আবাস্থল তৈরি করে রাখা হয়েছে, তাকে জান্নাত বলা হয়। 


আল কুরআনে আটটি জান্নাতের নাম পাাওয় যায়


১. জান্নাতুল ফেরদাউস

২. দারুসসালাম

৩. দারুল খোলাদ

৪. দারুল মোকাত

৫. জান্নাতুল মাওয়া

৬. জান্নাতুন নায়ীম

৭. জান্নাতের আদন

৮. দারুল আকার।


সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি

জান্নাতুল ফিরদাউস – জান্নাতের সর্বোচ্চ বাগান


৮টি জান্নাতের দরজার নাম কি কি

১. বাবুস সালাহ

২. বাবুল জিহাদ

৩. বাবুস সাদাকাহ

৪. বাবুর রাইয়ান

৫. বাবুল হজ

৬. বাবুল কাদিমিনুল গায়িধ

৭. বাবুল ইমান

৮. বাবুজ জিকর


হাদিসে বর্ণিত জান্নাতের এই দরজাসমূহ দিয়েই জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবেন।


একটি হাদিসে বর্ণিত আছে, আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জান্নাতে “রাইয়ান” নামে একটি দরজা আছে। সে দরজাটি দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে।

এভাবেই প্রত্যেকটি দরজার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। জান্নাত কয়টি আশাকরি উত্তর পেয়েছেন।

Post a Comment

0Comments

Post a Comment (0)