কুরাইশ বংশের তালিকা আদম (আ) থেকে কুরাইশ পর্যন্ত
![]() |
| কুরাইশ বংশের তালিকা আদম (আ) থেকে কুরাইশ পর্যন্ত |
সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (স) মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। হযরত আদম (আ) থেকে ফিহর তথা কুরাইশ বংশ পরিক্রমায় মোট ৭৯ জন এবং আদম (আ) থেকে মুহাম্মদ (স) মোট ৯০ জন বংশধরের নাম ইতিহাসে উল্লেখ রয়েছে।
১. আদম (আ)
২. শীছ (আ)
৩. আনুশ
৪. ক্বীনান
৫.মাহলায়িল
৬. ইয়ারদ
৭. আখনুখ
৮. মাতুশালখ
৯. লকম
১০. নূহ (আ)
১১. সাম
১২.আরফখশায়
১৩. শালেখ
১৪. হুদ (আ)
১৫. ফানো
১৬.আরো
১৭. সারুগ
১৮. নাহুর
১৯. আমর
২০. ইব্রাহীম (আ)
২১. ইসমাইল (আ)
২২. ক্বায়দার
২৩. আওয়াম
২৪. প্রথম উস
২৫. মুররা
২৬. সমা
২৭. রযাহ
২৮. নিাজিব
২৯. মা’যর
৩০. আইহাম
৩১. ইফতাদ
৩২. ইসা
৩৩.হোসন
৩৪. উনফা
৩৫.আর’উয
৩৬. বালাখী
৩৭. বিহরী
৩৮. হারী
৩৯. ইয়াসন
৪০. হুমরান
৪১. আল রা’আ
৪২. উবাইদ
৪৩. আনাফ
৪৪. আসকা
৪৫. মাহী
৪৬. নাখুর
৪৭. ফাজিম
৪৮. কালিহ
৪৯. বাদলান
৫০. বালাদারাম
৫১. হার্রা
৫২. নাসিল
৫৩. আবীল আওয়াম
৫৪. মতাসাদীল
৫৫. বারদ
৫৬. দ্বিতীয় উস
৫৭. প্রথম সালামান
৫৮. প্রথম আল মাইসা
৫৯. আউদ
৬০. প্রথম আদনান
৬১. মা’দ
৬২. হমল
৬৩.নাবিৎ
৬৪. দ্বিতীয় সালামান
৬৫. দ্বিতীয় আল মাইসা
৬৬. আল ইয়াসআ
৬৭. আউদ
৬৮. আদ
৬৯. দ্বিতীয় আদনান
৭০. মা’দ
৭১. নযার
৭২. মা’দার
৭৩. ইলিয়াস
৭৪. মাদরিক
৭৫. খুযাইম
৭৬. কিনানাহ
৭৭. আল নফর
৭৮. মালিক
৭৯ ফিহর বা কুরাইশ।
কুরাইশ ছিলেন মহানবী (স) এর পূর্বপুরুষ এবং হযরত ইব্রাহীম (আ) এর উত্তরসূরিদের একজন।কুরাইশের প্রকৃত নাম ছিল ফিহর। তবে তিনি ইতিহাসে কুরাইশ নামে বিখ্যাত হয়ে আছেন। এই কুরাইশের নাম থেকে কুরাইশ বংশের নামকরণ করা হয়। কুরাইশের বংশপরিক্রমায় একাদশতম বংশধর হলেন হযরত মুহাম্মদ (স)।
%20%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B6%20%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4.png)